Hanuman Ji logo on the website header

Hanuman Chalisa

Hanuman Ji logo on the website header

হনুমান চালিশা

Banner image of Hanuman Ji, sitting with a Gada (mace)

তুমি রক্ষক, কেউই ভয় করবে না।

'হনুমান চালীসা' হলো একটি কব্যাত্মক রচনা, যা অ঵ধী ভাষায় লেখা, এটিতে ৪০ ছন্দে ভগবান শ্রী রামের অদ্বিতীয় ভক্ত হনুমানের কর্ম এবং গুণের বর্ণনা করা হয়েছে। এই রচনা, যা "হনুমান চালীসা" নামেও পরিচিত, ভগবান হনুমানের উপাসনা ও উনের সাধনা গুলি স্তুতি প্রদান করে। এটি পবনের পুত্র, ভগবান হনুমানের উপর একটি সুন্দর স্তুতি। ভগবান হনুমানের আশীর্বাদ পেতে, প্রতিদিন হনুমান চালীসা পাঠ করার প্রথা অনুসরণ করা হয়।

হনুমান চালিশা (বাংলায়)

দোহা

শ্রীগুরু চরণ সরোজ রজ,নিজমন মুকুরু সুধারি।

বর্নউং রঘুবর বিমল জসু, জো দায়ক ফল চারি।।

বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরঔং প঵ন-কুমার।

বল বুধি বিদ্যা দেহু মোহিং, হরহু কলেস বিকার।।

।। চৌপাই ।।

জয় হনুমান জ্ঞান গুণ সাগর|

জয় কপিস তিহুঁ লোক উজাগর||

রাম দূত অতুলিত বল ধামা|

অঞ্জনি পুত্র পবনসুত নামা||

আরও পড়ুন...

হনুমান চালিশা (ভিডিও)