Hanuman Ji logo on the website header

Hanuman Chalisa

Hanuman Ji logo on the website header

হনুমান চালিশা

হনুমান চালিশা (বাংলায়)

দোহা

শ্রীগুরু চরণ সরোজ রজ,নিজমন মুকুরু সুধারি।

বর্নউং রঘুবর বিমল জসু, জো দায়ক ফল চারি।।

বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরঔং প঵ন-কুমার।

বল বুধি বিদ্যা দেহু মোহিং, হরহু কলেস বিকার।।

।। চৌপাই ।।

জয় হনুমান জ্ঞান গুণ সাগর|

জয় কপিস তিহুঁ লোক উজাগর||

রাম দূত অতুলিত বল ধামা|

অঞ্জনি পুত্র পবনসুত নামা||

মহাবীর বিক্রম বজরংগী|

কুমতি নিবার সুমতি কে সঙ্গী||

কাঞ্চন বরণ বিরাজ সুবেসা|

কানন কুণ্ডল কুঁচিত কেসা||

হাথ বজ্র অরু ধ্বজা বিরাজয়|

কাঁধে মূঁজ জনেউ সাজয়||

শংকর স্বয়ং/সুবন কেসরী নন্দন|

তেজ প্রতাপ মহা জগবন্দন||

বিদ্যাবান গুণী অতি চাতুর|

রাম কাজ করিবে কো আতুর||

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া|

রাম লখন সীতা মন বসিয়া||

সূক্ষ্ম রূপ ধরি সিয়হিং দিখাওয়া|

বিকট রূপ ধরি লংক জরাওয়া||

ভীম রূপ ধরি অসুর সঁহারে|

রামচন্দ্র কে কাজ সঁবারে||

লায় সজীবন লখন জিয়ায়ে|

শ্রী রঘুবীর হরশি উর লায়ে||

রঘুপতি কীনহী বহুত বড়াই|

তুম মম প্রিয় ভরতহি সম ভাই||

সহস বদন তুমহারো জস গাবে|

অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবে||

সনকাদিক ব্রহ্মাদি মুনীসা|

নারদ সারদ সহিত অহীসা||

জম কুবের দিগপাল জহাঁ তে|

কবি কোবিদ কহি সকে কহাঁ তে||

তুম উপকার সুগ্রীবহিং কীহঁ|

রাম মিলায় রাজ পদ দীহঁ||

তুমহরো মণ্ত্র বিভীষণ মানা|

লংকেশ্বর ভএ সব জগ জানা||

জুগ সহস্ত্র জোজন পর ভানু|

লীল্যো তাহি মধুর ফল জানু||

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীং|

জলধি লাঁঘি গয়ে অচরজ নাহীং||

দুর্গম কাজ জগত কে জেতে|

সুগম অনুগ্রহ তুমহারে তেতে||

রাম দুআরে তুম রখবারে|

হোত ন আজ্ঞা বিনু পৈসারে||

সব সুখ লহই তুমহারী সরণা|

তুম রক্ষক কাহূ কো ডরণা||

আপন তেজ সমহারো আপৈ|

তীনো লোক হাঁক তৈ কাঁপৈ||

ভূত পিশাচ নিকট নহিং আবৈ|

মহাবীর জব নাম সুনাবৈ||

নাসৈ রোগ হরৈ সব পীরা|

জপত নিরংতর হনুমত বীরা||

সংকট তৈ হনুমান ছুডাবৈ|

মন ক্রম বচন ধ্যান জো লা঵ৈ||

সব পর রাম তপস্বী রাজা|

তিনকে কাজ সকল তুম সাজা||

ঔর মনোরথ জো কোঈ লা঵ৈ|

সোঈ অমিত জীবন ফল পা঵ৈ||

চারোং জুগ পরতাপ তুমহারা|

হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা||

সাধু সন্ত কে তুম রখবারে|

অসুর নিকণ্দন রাম দুলারে||

অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা|

অস বর দীন জানকী মাতা||

রাম রসায়ন তুমহারে পাসা|

সদা রহো রঘুপতি কে দাসা||

তুমহরে ভজন রাম কো পা঵ৈ|

জনম জনম কে দুখ বিসরা঵ৈ||

অন্তকাল রঘুবরপুর জাই|

জহাঁ জনম হরিভক্ত কহাই||

ঔর দেবতা চিত্ত না ধরাই|

হনুমত সেই সর্ব সুখ করাই||

সংকট কটৈ মিটৈ সব পীরা|

জো সুমিরৈ হনুমত বলবীরা||

জয জয জয হনুমান গোসাঈঁ|

কৃপা করহু গুরুদেব কী নাঈঁ||

জো সত বার পাঠ কর কোঈ|

ছুটহি বন্দি মহা সুখ হোঈ||

জো য়হ পঢ়ৈ হনুমান চালীসা|

হয় সিদ্ধি সাখী গৌরীসা||

তুলসীদাস সদা হরি চেরা|

কীজই নাথ হৃদয় মহ ডেরা||

দোহা

পবন তনয সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ।

রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥