হনুমান চালিশা
হনুমান চালিশা (বাংলায়)
দোহা
শ্রীগুরু চরণ সরোজ রজ,নিজমন মুকুরু সুধারি।
বর্নউং রঘুবর বিমল জসু, জো দায়ক ফল চারি।।
বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরঔং পন-কুমার।
বল বুধি বিদ্যা দেহু মোহিং, হরহু কলেস বিকার।।
।। চৌপাই ।।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর|
জয় কপিস তিহুঁ লোক উজাগর||
রাম দূত অতুলিত বল ধামা|
অঞ্জনি পুত্র পবনসুত নামা||
মহাবীর বিক্রম বজরংগী|
কুমতি নিবার সুমতি কে সঙ্গী||
কাঞ্চন বরণ বিরাজ সুবেসা|
কানন কুণ্ডল কুঁচিত কেসা||
হাথ বজ্র অরু ধ্বজা বিরাজয়|
কাঁধে মূঁজ জনেউ সাজয়||
শংকর স্বয়ং/সুবন কেসরী নন্দন|
তেজ প্রতাপ মহা জগবন্দন||
বিদ্যাবান গুণী অতি চাতুর|
রাম কাজ করিবে কো আতুর||
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া|
রাম লখন সীতা মন বসিয়া||
সূক্ষ্ম রূপ ধরি সিয়হিং দিখাওয়া|
বিকট রূপ ধরি লংক জরাওয়া||
ভীম রূপ ধরি অসুর সঁহারে|
রামচন্দ্র কে কাজ সঁবারে||
লায় সজীবন লখন জিয়ায়ে|
শ্রী রঘুবীর হরশি উর লায়ে||
রঘুপতি কীনহী বহুত বড়াই|
তুম মম প্রিয় ভরতহি সম ভাই||
সহস বদন তুমহারো জস গাবে|
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবে||
সনকাদিক ব্রহ্মাদি মুনীসা|
নারদ সারদ সহিত অহীসা||
জম কুবের দিগপাল জহাঁ তে|
কবি কোবিদ কহি সকে কহাঁ তে||
তুম উপকার সুগ্রীবহিং কীহঁ|
রাম মিলায় রাজ পদ দীহঁ||
তুমহরো মণ্ত্র বিভীষণ মানা|
লংকেশ্বর ভএ সব জগ জানা||
জুগ সহস্ত্র জোজন পর ভানু|
লীল্যো তাহি মধুর ফল জানু||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীং|
জলধি লাঁঘি গয়ে অচরজ নাহীং||
দুর্গম কাজ জগত কে জেতে|
সুগম অনুগ্রহ তুমহারে তেতে||
রাম দুআরে তুম রখবারে|
হোত ন আজ্ঞা বিনু পৈসারে||
সব সুখ লহই তুমহারী সরণা|
তুম রক্ষক কাহূ কো ডরণা||
আপন তেজ সমহারো আপৈ|
তীনো লোক হাঁক তৈ কাঁপৈ||
ভূত পিশাচ নিকট নহিং আবৈ|
মহাবীর জব নাম সুনাবৈ||
নাসৈ রোগ হরৈ সব পীরা|
জপত নিরংতর হনুমত বীরা||
সংকট তৈ হনুমান ছুডাবৈ|
মন ক্রম বচন ধ্যান জো লাৈ||
সব পর রাম তপস্বী রাজা|
তিনকে কাজ সকল তুম সাজা||
ঔর মনোরথ জো কোঈ লাৈ|
সোঈ অমিত জীবন ফল পাৈ||
চারোং জুগ পরতাপ তুমহারা|
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা||
সাধু সন্ত কে তুম রখবারে|
অসুর নিকণ্দন রাম দুলারে||
অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা|
অস বর দীন জানকী মাতা||
রাম রসায়ন তুমহারে পাসা|
সদা রহো রঘুপতি কে দাসা||
তুমহরে ভজন রাম কো পাৈ|
জনম জনম কে দুখ বিসরাৈ||
অন্তকাল রঘুবরপুর জাই|
জহাঁ জনম হরিভক্ত কহাই||
ঔর দেবতা চিত্ত না ধরাই|
হনুমত সেই সর্ব সুখ করাই||
সংকট কটৈ মিটৈ সব পীরা|
জো সুমিরৈ হনুমত বলবীরা||
জয জয জয হনুমান গোসাঈঁ|
কৃপা করহু গুরুদেব কী নাঈঁ||
জো সত বার পাঠ কর কোঈ|
ছুটহি বন্দি মহা সুখ হোঈ||
জো য়হ পঢ়ৈ হনুমান চালীসা|
হয় সিদ্ধি সাখী গৌরীসা||
তুলসীদাস সদা হরি চেরা|
কীজই নাথ হৃদয় মহ ডেরা||
দোহা
পবন তনয সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ।
রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥